শিয়া: কিছু অজানা কথা
শিয়া: কিছু অজানা কথা
Product Details
শিয়াদের মারাত্মক দ্বীনি বিকৃতির কারণে আমরা নিশ্চিত করে বলতে পারি, আমাদের পরস্পরের মাঝে আকিদাগত এবং ফিকহি সহাবস্থান অসম্ভব। কারণ, শিয়া মতবাদ মূলত ফিকহসংক্রান্ত কোনো মাজহাব নয়, যেমনটি অনেকে মনে করে থাকেন। বরং তা হচ্ছে সরাসরি সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত একটি চিন্তাধারা। বলাবাহুল্য, সিরাতে মুস্তাকিম এবং বিচ্যুতির মধ্যে সহাবস্থান অসম্ভব; বরং এ ধরনের সহাবস্থানই একটি বিচ্যুতি বলে গণ্য হবে।