কে হবে রাসুলের সহযোগী
কে হবে রাসুলের সহযোগী
Product Details
আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন ইসলামকে আল্লাহ বিজয়ী করবেন এটি আল্লাহর ওয়াদা। ইসলামের বিজয় হবেই। আমাদের নিয়ে অথবা আমাদের ছাড়া। আমরা যদি সাহায্য না করি তাহলে আল্লাহ তাআলা নিজেই সাহায্য করবেন। কিন্তু এটা আমাদের জন্য কত বড় ক্ষতির বিষয় তা বলা বাহুল্য। রাসূল সা.-কে সাহায্য করতে হলে কী করণীয়, কীভাবে সাহায্য করতে হবে, কীভাবে যথাযথ সাহায্য হবে এসব নিয়েই আমাদের জানান দিতে আমাদের উপস্থাপনা “কে হবে রাসূলের সহযোগী”।