উমর ইবনুল খাত্তাব রা. (২ খণ্ড)
উমর ইবনুল খাত্তাব রা. (২ খণ্ড)
Product Details
এ গ্রন্থটিকে শুধু একজন ব্যক্তির চরিতাভিধান ভাবলে ভুল হবে; বরং একে বিবেচনা করতে হবে মানব-ইতিহাসের একটি অধ্যায়ের বর্ণনা হিসাবে। যার তত্ত্বাবধায়ক ও প্রধান ব্যক্তি ছিলেন উমর ইবনুল খাত্তাব রা.। তিনি নিজের প্রজ্ঞাপূর্ণ রাজনীতি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র এবং রাষ্ট্রের সকল বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। আর তার অধীন সকলেই তার পথনির্দেশ ও জীবনাচারের অনুসরণ করে সম্মান, মর্যাদা, দুনিয়াবিমুখতা, আল্লাহর প্রতি একনিষ্ঠতা, আমানত রক্ষা, সত্যের ওপর অবিচলতা এবং ইলম ও আমলের পথে পরিচালিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। বস্তুত উমর রা.-এর ব্যাপারে আলি রা.-এর মুখনিঃসৃত কথা পরিপূর্ণই সত্য। তিনি বলেছিলেন, আপনি যেহেতু সচ্চরিত্র বজায় রেখেছেন, তাই জনগণও আপনাকে অনুরূপ আচরণ ফিরিয়ে দিয়েছে। অতএব, আপনি যদি ভোগবিলাসী হতেন, তবে তারাও একই পথের পথচারী হতো।
⸻আবদুস সাত্তার শায়খ