আলি ইবনে আবু তালেব রা. (২ খণ্ড)
আলি ইবনে আবু তালেব রা. (২ খণ্ড)
Product Details
আলি রা.-এর পুরোটা জীবন ছিল বীরত্বগাথা এক মহাকাব্য এবং গৌরবময় ইতিহাস ও মর্যাদার উৎস। তিনি হলেন বনু হাশেমের একটি উন্নতজাত অঙ্কুর, যা উদগত হয়েছে নবুয়তের বাগানে ও তার অমিয় ঝরনার সিঞ্চনে। তা বেড়ে উঠেছে নববি আলোর কোমল পরশ ও তার স্নেহাশিস স্নিগ্ধ বাতাসে। ভাগ্য তার সামনে নবুয়তি ঘরের দরজা নবুয়তের পূর্বেই প্রসন্ন করে দিয়েছে। মাত্র ছয় বছর বয়সে নবীজি তাকে নিজের কোলে তুলে নেন। তাঁর সান্নিধ্যের পরশে তাকে বড় করেন। নিজের তত্ত্বাবধানে রেখে উত্তম গুণাবলি ও সুমহান আদর্শের ঝরনাধারায় সিক্ত করেন।
অবশেষে যখন ওহি অবতীর্ণ হলো, ঘোষণা এলো মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত নবী, তখন ১০ বছরের বালক আলি সেই ঘোষণায় সাড়া দিতে কালক্ষেপণ করেননি। কিশোর-যুবকদের মধ্যে তিনি সবার আগে ইসলামকে আলিঙ্গন করলেন। এরপর নবুয়তের দীর্ঘ ২৩ বছর তিনি রাসুলের সঙ্গে কাটালেন। নবুয়তের অমিয় সুধা পান করে, নবীজির আদর্শ ধারণ করে তিনি বেড়ে উঠেছেন। এভাবেই গঠিত হয়েছে তার মহান ব্যক্তিত্ব।