উড়ে যায় শরতের মেঘ
উড়ে যায় শরতের মেঘ
Product Details
রেদোয়ান, তনিমা, মৌ, ডক্টর আলী, অধ্যাপক সৈয়দ, মিজান ও জমিলা বেগমের মতো অনেকেই সত্যের ডাক দিয়ে যেতে থাকেন। এক প্রদীপ্ত আশা তাদের বুকের গহীনে শুভ্র বকের মতো ডানা মেলে। এই জনপদে, এই বিশ্বে মুসলিম জাগরণ অবশ্যই শুরু হবে। সত্যের তেজোদ্দীপ্ত শিখা সাজ্জাদুল ইসলামদের মিথ্যার মায়াবী অন্ধকার হটিয়ে দেবে। তারা ডাক দিয়ে যেতে থাকে। ধীরে ধীরে দীর্ঘ হয় তাদের কাফেলা! ঘনীভূত হয় স্বপ্নরা। শুরু হবে মুসলিম জাগরণ! কিন্তু কবে হবে? এ প্রশ্নও তাদের তাড়িত করে মাঝে মাঝে। বিশ বছর? পঞ্চাশ বছর? নাকি একশ বছর? যখনই আসুক, আসবে তো! এই স্বপ্নে বিভোর হয়ে তারা সময়ের পথ হাঁটে।